নিজস্ব প্রতিবেদক :
আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা’র কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিআইইউ ও একাডেমিক কিউ আর এম এর যৌথ উদ্যোগে কোরআন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বাসেত শামীমের প্রাণবন্ত
সঞ্চালনায়, মুশফিকুর রহমানের কোরআন তিলাওয়াত ও বিআইইউ স্টুডেন্টস সোসাইটির সভাপতি ইকবাল হাসানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- ডিরেক্টর প্ল্যানিং এণ্ড ডেভেলপমেন্ট ও মেম্বার সেক্রেটারি বোর্ড অফ ট্রাস্টিজ বিআইইউ সাইয়্যেদ শহিদুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুল মোনাফ পাটওয়ারি; রেজিস্টার, বিআইইউ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোরশেদুর রহমান; ডেপুটি রেজিস্ট্রার,বিআইইউ, তারেক মোহাম্মদ যায়েদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

One comment
Pingback: love casino game app