মুহিব্বুল্লাহ আল হুসাইনী:
গত বুধবার বিকেল ৪ টায় রাজধানীর পুরানা পল্টন ফুড ল্যাব রেস্টুরেন্টে ঢাকাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরাম (এনএসএফ) এর উদ্যোগে প্রীতি সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা ইয়াসিন আরাফাত, সাংবাদিক খন্দকার আলমগীর হোসাইন, এডভোকেট জাকির হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল করিম , মাস্টার মাওলানা মনিরুজ্জামান, গবেষক ও লেখক নেসার আমিন, ফোরামের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এসময় ফোরামের প্রধান উপদেষ্টা ইয়াছিন আরাফাত ২০১৯-২০ সেশনের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন। এতে সভাপতি হিসেবে পুনঃমনোনীত হন- কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের গিয়াস উদ্দীন ও সেক্রেটারি হিসেবে
পুনঃমনোনীত হন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মু’তাসিম বিল্লাহ শাহেদী।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Aviator Cote D'Ivoire
Pingback: รับสร้างบ้านเชียงใหม่
Pingback: Go X motion to dismiss SEC
Pingback: Houten in beeld
Pingback: จำนำรถ