মুহিব্বুল্লাহ আল-হুসাইনী:
“ঈদ হোক সবার জন্য সমান খুশির” এ স্লোগানকে সামনে রেখে ২৮ রমযানে অনুষ্ঠিত হলো মানবিক সংগঠন আলোর ভোরের সুবিধাবঞ্চিত পরিবারকে নিয়ে ঈদ সামগ্রী বিতরণ ২০১৯। এতে প্রায় ৭০ টি গরীব-দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি মোহাম্মদ বেলাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম এর সেক্রেটারি এ কে এম শাহাব উদ্দীন,তুহিন মাজহার, মাস্টার সায়েদুল হক।
সভাপতির বক্তব্যে “আলোর ভোর সভাপতি ” ইরফান তানভীর বলেন –
মানবিক সংগঠন আলোর ভোর ফাউন্ডেশন সেবামূলক কার্যক্রমে এক নতুন পথের সৃষ্টি করেছে।
মানবিকতা, সেবা, সচেতনতা, ও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আলোর ভোর। বিগত দিনগুলোতে আলোর ভোরের কার্যক্রম ছিলো ব্যতিক্রমী ও সুরুচিসম্পন্ন। মানবিকতার সকল শাখা -প্রশাখাতে সংগঠনটির উপস্থিতি সবসময় সরব। ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন, সু্বিধাবঞ্চিতদের নিয়ে সোশ্যাল প্রজেক্ট, এবং দরিদ্র ছাত্রছাত্রীদের মেধাবীকরন কার্যক্রমে – এখন অবধি কাজ করে চলছে। তিনি আরো বলেন – ভবিষ্যৎে তরুণদের নিয়ে কাজ করবে আলোর ভোর। তিনি স্বপ্ন দেখেন তরুণদের হাত ধরেই যাপিত জীবনের ধোঁয়াশা পরিবর্তনের।
কর্মসূচিতে সার্বিকভাবে মনিটরিংয়ে ছিলেন সাধারন সম্পাদক এম এম সলিম উদ্দীন ও অর্থ সস্পাদক জহিরুল ইসলাম।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

২ মন্তব্য
Pingback: โคมไฟ
Pingback: ข้าวหมาก