প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / লক্ষী বোন আল্ আমিন শাহেদ

লক্ষী বোন আল্ আমিন শাহেদ

সিএন নিউজ২৪.কম ।

পেয়েছি এখন আমি
লক্ষী একটা বোন,
যাহার হৃদয় মোরে
করেছে আপন।।

বোনটি আমার লক্ষী সোনা
কথায় আছে জাদু
সব কিছুতে বুঝিয়ে বলে
আদর করে আজও।।

বোনটি আমার কোমলমতি
কথায় হাসির রেশ
ভাই-বোনের সম্পর্কটা
টিকে যাবে বেশ।।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …