প্রচ্ছদ / ক্যাম্পাস / ৭ দফা দাবিতে ক্যাম্পাসে জবি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৭ দফা দাবিতে ক্যাম্পাসে জবি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।

আজ ৭ দফা দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।তারপর একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারো শান্ত চত্বরে মিলিত হন শিক্ষার্থীরা।পরে বেলা ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকলিপি পেশ করেন আন্দোলকারী ছাত্রনেতারা।

এসময় জবি শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান মানববন্ধনের বক্তারা।দাবি মানতে তালবাহানা করলে বড় আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

আন্দোলনের আহ্বায়ক মার্কেটিং বিভাগের ৮ম ব্যাচের ছাত্র মোহাম্মদ রাইসুল ইসলাম নয়ন বিডি সমাচার ২৪.কম-কে জানান, “অামরা আমাদের দাবির বিষয়ে ভিসি স্যারের সাথে আজ কথা বলেছি।তাঁর বক্তব্যে অামরা সন্তুষ্ট না।কারণ তাঁর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে,আমাদের দাবিগুলো পূরণে প্রশাসন দীর্ঘসূত্রিতার আশ্রয় নিবে।ফলে,আমাদের আন্দোলন চলবে।আন্দোলনের অংশ হিসাবে আগামীকাল ক্যাম্পাসে দেয়াল লিখন ও পোস্টারিং করা হবে।”

এবিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের ছাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, “আমরা যে দাবিগুলো জানিয়েছি সেগুলো অত্যন্ত যৌক্তিক।বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এই সুযোগ-সুবিধাগুলো পাওয়া আমাদের অধিকার।প্রশাসন চাইলে অতি সহজে এই দাবিগুলো পূরণ করতে পারে।কিন্তু তারা বারবারই মিথ্যা আশ্বাস দিয়ে গেছে;কোনো কাজ করে নাই।এবারও যদি দাবিগুলার পক্ষে কার্যত কোনো ব্যবস্থা না দেখি তাহলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

আন্দোলনকারী শিক্ষার্থীদের ৭ দফা দাবি হলো-

১.সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমাতে হবে ও মান উন্নয়ন করতে হবে।

২.অাগামী এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু করতে হবে।

৩.সাত দিনের মধ্যে জকসু অাইনের খসড়া করে অাগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দিতে হবে।

৪.দুই মাসের মধ্যে নির্মাণাধীন ছাত্রী হল চালু করতে হবে।

৫.শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০% জবি শিক্ষার্থীদের থেকে নিতে হবে এবং জবির ছাত্রদের জন্যে সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

৬.নতুন ক্যাম্পাসের কাজ অতিদ্রুত শুরু করতে হবে।

৭.শিক্ষার্থীদের জন্য গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে।

উল্লেখ্য যে,প্রথমে ৬ দফা দাবি পেশ করা হলেও আজ আরও একদফা বাড়িয়ে ৭ দফা করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য

  1. Pingback: online game

  2. Pingback: online bus ticket

  3. Pingback: โคมไฟ