এস আই ইমরান ।
চাঁদপুরের হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপরে কলেজের হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ।
কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ পরিমল চন্দ্র সাহার সভাপতিত্বে ও প্রভাষক জাহিদ হাসান ও মো. মহসিনের যৌথ সঞ্চালনায় নবীনদের বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ জামাল, রাষ্ট্রবিজ্ঞান ও মানবিক বিভাগীয় প্রধান ফাতেমা আক্তার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, ভূগোলের বিভাগীয় প্রধান হারুন অর রশিদ, পরিসংখ্যান বিভাগের প্রধান ফারুক আহম্মেদ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোবারক হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবীব উল্যাহ, সহকারী অধ্যাপক স্বপন কুমার মজুমদার, সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র আইচ, সহকারী অধ্যাপক আবু সাহেল মো. বদরোদদোজা, সহকারী অধ্যাপক খন্দকার আফজাল হোসেন, সহকারী অধ্যাপক বেনজির আহমেদ, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক রাশেদ গাজী, সহকারী অধ্যাপক মজিবুর রহমান, সহকারী অধ্যাপক মুক্তার আহমেদ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক কামরুল হাসান মিল্টন, সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক কানিজ ফারহানা, সহকারী অধ্যাপক শ্যামল সাহা প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: โคมไฟ
Pingback: เน็ตบ้าน ais
Pingback: new88
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: next
Pingback: султан геймс казино 365