নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ অর্থবছরে গবেষণাখাতে বাজেট বৃদ্ধিত দাবীতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন।
বুধবার (৩ জুলাই) দুপুরে ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান সবুজ ও সাধারণ সম্পাদক জিকে সাদিক এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝাল চত্ত্বরে এতে সমবেত হয়।
এতে ছাত্র ইউনিয়নের সভাপতি ও ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যথাক্রমে ছাত্র ইউনিয়ন ও মৈত্রীর সাধারণ সম্পাদক জিকে সাদিক ও আবদুর রউফ।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার মূল উদ্দেশ্য হলো নতুন নতুন জ্ঞানের উদ্ভাবন তথা গবেষণা। ৪ শত শিক্ষক ও ১৬ হাজার ছাত্র-ছাত্রীর জন্য তারা মোট বাজেটের পাঁচ শতাংশ গবেষণা খাতে বরাদ্দের দাবি জানান।
উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২২৩ কোটি ৪১ লক্ষ টাকার বিপরীতে কমিশন ১৩৮ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়। ২০১৯-২০২০ অর্থসালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২৪৭ কোটি ৫৪ লক্ষ টাকার বিপরীতে কমিশন ১৩৭ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে।
এতে গবেষণা খাতে বাজেটের মাত্র ০.৫৮ শতাংশ (৮০ লাখ) বরাদ্দ দেয়া হয়েছে। ১৩৭ কোটি টাকার বাজেটে ৭৯ শতাংশ (৯৮ কোটি টাকা) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বরাদ্দ দেয়া হয়েছে।
১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত ২৩টি অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি ৭০ কোটি ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: Buy glock 43 usa for sale
Pingback: จัดหาแม่บ้าน
Pingback: ติดเน็ตบ้านทรู
Pingback: เน็ตบ้าน ais