মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।বুধবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।এসময় বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের শিক্ষার্থী পিয়াল অনুপ বলেন, “সারাদেশে চলমান ধর্ষণে জড়িতদের প্রকাশ্যে হত্যা করতে হবে।আর,এসব ধর্ষকদের ইন্ধনদাতা রাজনৈতিক রাঘববোয়ালদেরও আইনের আওতায় আনতে হবে।”
১৪ ব্যাচের শিক্ষার্থী সিথি আক্তার বলেন, “সামিয়া হত্যা সহ সারাদেশে শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে।আমরা এসব নির্মম হত্যাকান্ডের বিচার চাই এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।”
এরপর মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: ติดต่อ ALPHABET-ISC
Pingback: mucha mayana kasyno
Pingback: เว็บปั้มไลค์