এম এইচ কবীর , নিজস্ব প্রতিবেদকঃ
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের অপ্রীতিকর অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। এ ঘটনায় ড. আরফিনের শাস্তির দাবী জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার (২০ জুলাই) দুপুরে উপাচার্য অফিসে ড. রাশিদ আসকারীর কাছে শাস্তির দাবী জানিয়ে ইবি ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আরফিনের নারী কেলেঙ্কারির বিষয়ে এর আগে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি এক ছাত্রী। একই অপরাধে ব্যাক্তিভেদে ভিন্ন শাস্তি যেন না হয় এবং উপযুক্ত শাস্তির দাবী জানায় ইবি ছাত্রলীগ।
এছাড়া প্রত্যেক হলে রিডিং রুমে বঙ্গবন্ধু কর্নার, হলে পড়ালেখার পরিবেশ নিশ্চিত করা, অনাবাসিক কেউ যেন অবৈধভাবে হলে না থাকতে পারে এ বিষয়ে পদক্ষেপগ্রহণ, খাবারের মান নিশ্চিত করা, পরিবহন ভোগান্তি লাঘবে ট্রেন চালু, বহিরাগতমুক্ত ক্যাম্পাস, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্য সচেতনতায় প্রত্যেক ভবনের শৌচাগার পরিস্কারের দাবি জানায় ইবি ছাত্রলীগ।
এবিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম শিক্ষার্থীবন্ধন হবে। ছাত্রদের কল্যাণে আমাদের যা করা দরকার আমরা তাই করবো। বাংলাদেশের মধ্যে ইবিকে সেরা বিশ্ববিদ্যালয়ে রুপ দিতে ও আন্তর্জাতিকীকরণের পথে যে অগ্রসর হচ্ছে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে ইবি ছাত্রলীগ।
এ ব্যাপারে অধ্যাপক আরফিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জড়িত নই এবং আমার নামে নানাভাবে মিথ্যাচার সৃষ্টি করা হচ্ছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
