জবি প্রতিনিধি,সিএন নিউজ২৪.কম।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বিতীয় বার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।সম্মেলন সকাল ১১ টা হতে শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বিকাল তিনটায়।এ সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে।সম্মেলন উপলক্ষে সকাল থেকেই ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা নিজ নিজ পদপ্রার্থীদের ছবি সংবলিত প্লাকার্ড হাতে নিয়ে শোডাউন দিতে থাকেন।
বিকাল তিনটায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন,বাংলাদেশের যা কিছু অর্জন রয়েছে তা ছাত্রলীগের অবদান।বায়ান্ন’র ভাষা আন্দোলন,চুয়ান্ন’র আন্দোলন,ছয় দফা আন্দোলন,একাত্তরের মুক্তি সংগ্রাম সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের অবদান রয়েছে।তৎকালীন জগন্নাথ কলেজ থেকে কোনো মিছিল না গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হতো না ।

এ সময় তিনি যাদের ছাত্রত্ব আছে ও যাদের নামে কোনো দুর্নাম নেই তাদের ছাত্রনেতা করার আহ্বান জানান।
উদ্বোধকের বক্তব্যে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন,”নেতা নয় বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হওয়াটাই বড় বিষয়।বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে।পদ না পেয়ে হারিয়ে যাওয়া যাবে না।”
সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, “বিতর্কিত,অযোগ্য ও তদবিরে কেউ নেতা হতে পারবে না।যারা জননেত্রী শেখ হাসিনার ইতিবাচক আদর্শকে ধারণ করে তারাই নেতা হবে।যাদের মধ্যে শৃঙ্খলা নেই,তারা ছাত্রলীগের কর্মী হতে পারে না।”
উক্ত অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী নাজিবুল্লাহ হীরু,ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ,বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইবরাহীম ফরাজী,সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল,সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম টিটন,সাবেক উপ মুক্তিযুদ্ধ সম্পাদক নাহিদ পারভেজ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে মুবারক রিশাদ।
আর, সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন,সাবেক সহ-সভাপতি আল আমিন শেখ,সাবেক দপ্তর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ,আসাদুজ্জামান আসাদ,আসাদুল্লাহ আসাদ,সাবেক উপ আন্তর্জাতিক সম্পাদক সৈকতুর রহমান ও সাবেক সহ-সম্পাদক খন্দকার অমিত হাসান।
এছাড়াও রয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজীজ,মোঃ নাজমুল আলম,সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম,সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মেহেদী হাসান ও মাহমুদ হোসাইন পারভেজ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
