নোবিপ্রবি প্রতিনিধিঃ-
ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা, তরুন বক্তাদের সংগঠন ‘কনজ্যুমার্স ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শাখা উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের শিক্ষার্থী মো. মাইনুদ্দিন পাঠানকে সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আারিফকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্যের এর কমিটি ঘোষণা করা হয়।
সিওয়াইবি কেন্দ্রীয় সংগঠনের অনুমোদন ক্রমে মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল ৫ টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ।
আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন ফিসারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড.শহীদ সারওয়ার।
কমিটিতে অনান্যরা হলেন সহসভাপতি শ্রীবাস মজুমদার, শাহাদাৎ হোসাইন, জয়নাল আবেদীন ও হাসিব আল আমীন। যুগ্ম সম্পাদক আরিফুর রহমান সৈকত, শাহরিয়ার নাসের, মো. রিয়াদ হোসাইন ও নাসরিন আক্তার হিমু। সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসাইন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাদিয়া রহমান, অফিস সম্পাদক এস আহমেদ ফাহিম, সহকারী অফিস সম্পাদক নুমান রশীদ। সহকারী অর্থ সম্পাদক আবুল বাশার, প্রচার সম্পাদক ইমন দত্ত, সহকারী প্রচার সম্পাদক ফাতেমা পলি, পরিকল্পনা ও গবেষনা সম্পাদক সাবিকুন্নাহার, প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসাইন, সহকারী প্রকাশনা সম্পাদক আনিসুল হক, ভোক্তা অধিকার সম্পাদক জান্নাতুন নাইম, সহকারী ভোক্তা অধিকার সম্পাদক খাদিজা নাসরিন, তথ্য ও প্রযুুক্তি বিষয়ক সম্পাদক সজীব ভুঁইয়া, সহকারী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মুরাদ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বাপ্পি মোমিন, সহকারী সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, গণমাধ্যম সম্পাদক নিলুফা মিতু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিগন্ত ইসলাম, প্রোগাম বিষয়ক সম্পাদক মো. নাহিদ। কার্যকরী সদস্য রাজিয়া জুয়েল রানা, জাকির হোসাইন, মো. তাজবির, নুসরাত জাহান, জোবায়ের মোল্লা, সাইদুজ্জামান, ওমর ফারুক, নুসরাত জাহান ও ফারজানা।
উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা,জগন্নাথ, জাহাঙ্গীর নগর, ইসলামি বিশ্ববিদ্যালয়, রাজশাহী, শাবিপ্রবি, সিকৃবি,হাবিপ্রবি, বেরোবি, গণ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: ศัลยกรรมตาสองชั้น
Pingback: 1xslots
Pingback: รับแฮกเฟส
Pingback: скачать Пин Ап слоты