প্রচ্ছদ / খুলনা / ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক দ্বারা ইবিতে ভার্চ্যুয়াল ক্লাস

ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক দ্বারা ইবিতে ভার্চ্যুয়াল ক্লাস

এম এইচ কবীর, নিজস্ব প্রতিবেদকঃ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে ক্লাস করার দ্বার উন্মোচিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৩ টায় ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাসিমো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন। তিনি ডিজিটাল সিগনাল প্রসেসিং এর উপর ক্লাস নিয়েছেন।এতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ-সম্পাদক প্রফেসর ড. মাহবুবুর রহমান স্যার, সিএসই বিভাগের প্রফেসর ড. আহসান উল আম্বিয়া স্যার সহ আরো অনেকে।

ক্লাসটি আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. আকতারুজ্জামান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …