মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধিঃ-
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জবি ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া এবং বিশেষ অতিথি ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.মোহাঃ আলী নূর সহ অনান্য অতিথিরা।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া উপ-কমিটির (ফুটবল) আহ্বায়ক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং রানার্সআপ হয় অর্থনীতি বিভাগ।গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভূগোল ও পরিবেশ বিভাগ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে অর্থনীতি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়েছিল।
এছাড়াও সেরা গোলরক্ষকের পুরস্কার গ্রহণ করেন সোহান হোসাইন,সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন যৌথভাবে রাশেদ আহমেদ (মার্কেটিং বিভাগ) ও আবির (অর্থনীতি) এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন আবু রায়হান তন্ময় (অর্থনীতি বিভাগ)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার মোঃ সেলিম ভূঁইয়া বলেন,”খেলাধুলা,ডিবেটিংসহ এধরণের সামাজিক কাজকর্ম আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।এতে সন্দেহের কোনো অবকাশ নেই।আমরা শুধু নিজেদের বিশ্ববিদ্যালয়ে নয় আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে এমনকি জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে পারি;সেজন্য চেষ্টা করতে হবে।”
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে