রবিউল হোসাইন রাজুঃ
পবিত্র ঈদুল আযহা সামনে রেখে প্রতিবারের মত এবারও জমে উঠেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী দায়েমছাতী বাজার কুরবানির পশুর হাট। ঈদের আর কয়েকদিন বাকি থাকায় ক্রেতারাও ভিড় জমাচ্ছেন কুরবানির পশুর হাটগুলোতে।
ভারতীয় গরুর তুলনায় এবার দেশী গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগের শেষ নেই, তারা বলছেন গরু পরিমাণে দাম চাওয়া হচ্ছে অনেকটা বেশি।
এ কথা মানতে নারাজ গরু বিক্রেতারা, তারা বলছেন একটি গরুর পিছনে যে পরিমাণ ব্যয় হয় তা পুষিয়ে নিতে তাদের এবার কিছুটা চড়া মূল্য বিক্রি করতে হচ্ছে গবাদি পশু।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: splash
Pingback: บริษัทรับทำเว็บไซต์
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: endoliftX ทำที่ไหนดี