প্রচ্ছদ / প্রচ্ছদ / নড়াইলে চিত্রা’র উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু

নড়াইলে চিত্রা’র উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু

মোঃ মিনহাজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ-

“চিত্রা হেল্প ডেস্ক ফর নড়াইল স্টুডেন্টস”(নড়াইল জেলার ছাত্রদের সংগঠন)- এর উদ্যোগে নড়াইল জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা আজ হতে শুরু হয়েছে।এতে নড়াইল জেলা হতে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা নিজ প্রতিষ্ঠানের হয়ে অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪-১ গোলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-কে পরাজিত করেছে; এবং পরের ম্যাচে সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ২-১ গোলে সরকারি তিতুমীর কলেজকে পরাজিত করেছে।

এই প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশ নিচ্ছে।এই প্রতিযোগিতায় ১৬ দলের মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজকের ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হল সংসদের নির্বাচিত ভিপি হোসাইন আহমেদ সোহান।

উল্লেখ্য যে,”চিত্রা হেল্প ডেস্ক ফর নড়াইল স্টুডেন্টস” সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৬ মন্তব্য