প্রেস বিজ্ঞপ্তিঃ
১০ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট রওশন-রফিক একাডেমিতে নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুহিব্বুল্লাহ আল হুসাইনী’র কুরআন তেলোয়াত ও আজিম উল্লাহ হানিফের প্রাণবন্ত সঞ্চালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা ঘটে। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের জনকল্যাণ সম্পাদক সাংবাদিক খন্দকার আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী, এছাড়াও আরো বক্তব্য রাখেন মাস্টার তাজুল ইসলাম, সাংবাদিক কেফায়েতুল্লাহ মিয়াজী, আফজাল হোসেন মিয়াজী প্রমুখ।
আলোচনা শেষে সমিতির ভোটারদের প্রত্যক্ষ ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক খন্দকার অালমগীর হোসেন। উক্ত কমিটির উপদেষ্টা করা হয়েছে সিনিয়র সাংবাদিক খন্দকার আলমগীর হোসাইন, সহিদ উল্লাহ মিয়াজী, মাস্টার তাজুল ইসলাম ও কবি অাবুল বাশারকে।
এছাড়াও সমিতির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি অাজিম উল্লাহ হানিফ, রিজওয়ান মজুমদার গিলবাট, সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনী, প্রচার সম্পাদক মো: আব্দুল হান্নান,দপ্তর সম্পাদক নাঈম উদ্দিন নয়ন,মহিলা বিষয়ক সম্পাদিকা শারমিন ইতি ও কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ সোহাগ।
কমিটির বাকি সদস্যরা হলেন, মোঃ জামাল উদ্দিস, ওমর ফারুক ভূঁইয়া , শরিফ উদ্দিন, ওমর ফারুক নয়ন, মহসিনুর রহমান সজিব, খন্দকার বিল্লাল হোসাইন, সাইফুল ইসলাম, ফারুক মজুমদার।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: official website
Pingback: คลินิกปรับรูปหน้า พระราม 3
Pingback: i thought about this
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: VG98
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน