প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারকে মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায়ী সংবর্ধনা

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারকে মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায়ী সংবর্ধনা

মো: সোহরাব হোসেন, নাঙ্গলকোটঃ-

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. দাউদ হোসেন চৌধুরীকে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল খায়ের আবুর সভাপতিত্ব নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে সোমবার বেলা ১২টায় বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানটি চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও তুলাতলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ঝিকটিয়া ইসহাক মজুমদার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু হানিফ,ময়ুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান,দৌলখাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. খলিলুর রহমান, দায়েমছাতী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেননাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি ও সময়ের দর্পন পত্রিকার সম্পাদক এ এফ এম শোয়ায়েব, প্রেসক্লাব সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সকল কর্মকর্তাবৃন্দ।
শেষে বিদায়ী নির্বাহী অফিসারকে শিক্ষকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং তাহার উত্তরোত্তর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …