এম এইচ কবীর, নিজস্ব প্রতিবেদকঃ
গর্ভধারণী মাকে শারীরিক নির্যাতন করেন মোসা মিয়া নামের এক সন্তান। নির্যাতনের কিছুক্ষণ পর থেকে সেই ছেলে কথা বলতে পারছে না। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড শেষ প্রান্তে নদীর পাড় এলাকায়।
স্থানীয়রা জানান,অনেক কষ্ট করে মোসাকে লালন পালন করেছে তাঁর মা। সম্প্রতি বাড়িতে সবার সামনেই তাঁর মাকে মারতে থাকেন। এক পর্যায়ে মায়ের গলাচেপে ধরেন। বাড়ির লোকজন তাঁর হাত থেকে মা’কে ছাড়িয়ে নেয়। তার কিছুক্ষণ পর থেকে পুত্র মোসা কোনা কথা বলতে পারছেনা। ডাক্তারী ও কবিরাজী চিকিৎসা চলছে এরপরও কথা বলতে পারছে না। শুধু ইশারা ইঙ্গিত দিয়ে দেখায়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে