প্রচ্ছদ / প্রচ্ছদ / সংগঠন বিলুপ্ত ঘোষণা ও উপজেলা খেলাঘর আসর থেকে সকল সদস্যর একযোগে পদত্যাগ

সংগঠন বিলুপ্ত ঘোষণা ও উপজেলা খেলাঘর আসর থেকে সকল সদস্যর একযোগে পদত্যাগ

সাজেদুর আবেদিন শান্তঃ

বগুড়া সোনাতলা উপজেলায় সম্প্রতি গঠিত কেন্দ্রীয় খেলাঘর আসর এর অন্তর্ভূক্ত আলোর প্রদীপ খেলাঘর আসর নামক সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক সহ নির্বাহী কমিটির সকল সদস্য একযোগে পদত্যাগ করেছেন।

 

সংগঠনের সভাপতি মোঃ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা বিষয়টি বিভিন্ন পত্রিকায় অবহিত করেছে। বিভিন্ন পত্রিকায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগী প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য যথাক্রমে- মোঃ বোরহান উদ্দিন (প্রতিষ্ঠাতা সভাপতি),এস এম সামিউল ইসলাম(প্রতিষ্ঠাতা সহ-সভাপতি),মোঃ সোহানুর রহমান(প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক),সৈকত আহসান(প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক),মোস্তফা কামাল (প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ),মালিহা নুরে জান্নাত (প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক),স্বর্ণা আখতার (প্রতিষ্ঠাতা সাহিত্য ও ক্রীড়া সম্পাদক),ফাতেমা আখতার (প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক),মোছাঃ মিম আখতার (প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য),সিজান ইসলাম (প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য), আবু হানিফ (প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য),সুরাইয়া আখতার (প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য),মেঘলা আখতার (প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য)।

 

বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছেন আসরটি উপজেলা সংগঠন উপজেলা খেলাঘরের সাংগঠনিক শুদ্ধাচারের অভাবসহ বেশ কিছু অসঙ্গতির কারনে আলোর প্রদীপ খেলাঘর আসর এবং উপজেলা খেলাঘর আসর থেকে একযোগে পদত্যাগের এবং সেই সাথে প্রতিষ্ঠাতা কমিটির নেতৃবৃন্দ হিসেবে সংগঠনটি বিলুপ্ত করার ঘোষণা প্রদান করছি।প্রেস বিজ্ঞপ্তিতে আলোর প্রদীপ নাম ব্যাবহার করে আসর পরিচালনা না করার জন্য সকলের প্রতি আহ্ববান জানানো হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …