প্রচ্ছদ / ক্যাম্পাস / নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ; আবাসিক হলে ভাঙচুর।

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ; আবাসিক হলে ভাঙচুর।

নিজস্ব প্রতিবেদকঃ

ধুমপানের কথা কাটাকাটির জের ধরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হলের প্রায় ১৫টি রুমের মতো ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (৩১ আগস্ট) রাত ৯টা থেকে ১২ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের ভেতর দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়ানো দুই গ্রুপ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আব্দুস সালাম হলে সভাপতি গ্রুপে এক সিনিয়রের সঙ্গে সাধারণ সম্পাদক গ্রুপের জুনিয়রের কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হলে দফায় দফায় সংঘর্ষ হয়। হলের প্রায় ১০টি রুম ভাঙচুর করা হয়।

নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম রবিন বলেন, তৎক্ষনাৎ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্টের সাথে উভয়পক্ষের আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সাধারণ সম্পাদক এস এম ধ্রুব বলেন, অনাকাঙ্ক্ষিত ইস্যুতে ঘটনা ঘটেছে এবং উভয়পক্ষের সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন নিয়ন্ত্রণে আছে।

মাইনুদ্দিন পাঠান
নোবিপ্রবি প্রতিনিধি
০১৮৫৯৭৪৩৯৭৯

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য