সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলার বাবুপাড়াস্হ বুজিখালের মুখের (মোহনায়) নদী পারাপারের সময় নৌকা ডুবিতে ২ জন নারী শ্রমিক নিখোঁজ হন। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় মাতামুহুরী নদীতে এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজ নারী শ্রমিকরা হলেন – আলীকদম উপজেলার পানবাজার সিলেটি পাড়ার বাসিন্দার সেনোয়ারা বেগম (২৫) ও মুন্নি আক্তার(২০)। স্হানীয়রা জানান- হ্লারীর চর এলাকার দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দার নুর-মোহাম্মদের খামারের দৈনিক দিনমজুর হিসেবে কাজ করতেন নারী শ্রমিকরা। কাজ শেষে মোট ৫ জন নারী শ্রমিক ও ৩ জন পুরুষ শ্রমিক মোট আট জন মিলে তারা মাতামুহুরী নদী পারাপারের বাবুপাড়াস্হ বুজিখালের মুখে গোলচক্করে তাদের নৌকাটি ডুবে যায়। তাদের চিক্কার শুনে ইঞ্জিন চালিত নৌকার মাঝি ও স্হানীয়রা ছুটে গেলে ৬ জন ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে বাকি ২ জন নারী শ্রমিক কে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান আলীকদমের ৩ নং নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা নৌকা ডুবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,নৌকা ডুবির ঘটনা শুনামাএ ফায়ার সার্ভিসের কর্মী,পুলিশ ও স্থানীয় ব্যাক্তি ও জনপ্রতিনিধিরা উপস্হিত হন। বাকি ২ জন নারী শ্রমিক কে উদ্ধারের কাজ চলছে এখনও।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: i like this
Pingback: เช็คสลิปโอนเงิน
Pingback: ตรวจ Nipt
Pingback: เครื่องออกกำลังกายกลางแจ้ง
Pingback: uspin88