প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / কুমিল্লায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

 

মোঃ পরাশ উদ্দিন ভূঁইয়াঃ-

গত বৃহস্পতিবার সকাল দশটায় সুন্দর একটি র‍্যালির মধ্য দিয়ে কুমিল্লা রূপসী বাংলা কলেজের সকল নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ফান টাউন অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। গাওয়া হয় জাতীয় সংগীত , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক প্রফেসর আমীর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ড সিলভার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এড.মো.ছিদ্দিকুর রহমান।

আমন্ত্রিত অতিথিরা নবীনদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম ভূঁইয়া। পরে A+ প্রাপ্ত ও সরকারি মেডিকেল কলেজ সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মনোমুগ্ধকর সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …