মোঃ মিনহাজুল ইসলাম, সিএন নিউজ জবি প্রতিনিধি
অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলো র্যাব।আজ দুপুর সাড়ে বারোটার দিকে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের পাঠানো প্রতিনিধি দল ক্যাম্পাসে উপস্থিত হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করে এবং জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন তারা।এ সময় সেখানে জবি উপাচার্য প্রফেসর ড.মীজানুর রহমান সহ আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এছাড়াও র্যাবের হামলায় আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ-২ বাস সায়দাবাদ এলাকা অতিক্রম করার সময় র্যাব-১০ সদস্যদের সাথে রাস্তায় সাইড দেয়া নিয়ে বিতর্ক হয়।তারপর বিতর্কের জেরে র্যাব সদস্যরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। এসময় ৫-৭ জন শিক্ষার্থী আহত হন।
এই ঘটনায় জড়িতদের বিচার দাবিতে আজ সকাল আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করে অবস্থান করে।পরে জবি প্রক্টর মোস্তফা কামাল ও দায়িত্বরত পুলিশ অফিসাররা ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেয় শিক্ষার্থীরা।
পরে জবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের বাইরে অবস্থিত অবৈধ লেগুনা স্ট্যান্ডে ভাঙচুর চালিয়ে উঠিয়ে দেয়।এসময় দীর্ঘদিন ধরে বন্ধ রাখা দ্বিতীয় গেটের রড ও টিনের ঝালাই পিটিয়ে ভেঙে গেট উন্মুক্ত করেন তারা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: เน็ต ais
Pingback: i was reading this
Pingback: Aster Dex
Pingback: สินค้ากิฟฟารีนทั้งหมด