সিএন নিউজ নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত থাকায় ও টাকার বিনিময়ে সম্পাদকের পদ পাওয়ায় তাকে বহিষ্কারের দাবী জানিয়েছে ছাত্রলীগের পদবঞ্চিত ও বিদ্রোহীদলের নেতারা। আগামীকালের মধ্যে ব্যবস্থা না নিলে আগামী সপ্তাহে কঠোর আন্দোলন ও অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাকিবকে বহিষ্কারের দাবিতে বিদ্রোহীদলের নেতারা ক্যাম্পাসে বিক্ষোভমিছিল করেছে ও উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এর কাছে বহিষ্কারের দাবি জানানোর সময় এ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ সময় রাকিবকে বহিষ্কার করার দাবি জানিয়ে নেতারা বলেন, রাকিবের সাথে পলাশও ওতপ্রোতভাবে জড়িত। কারণ তারা এক গাছের দুই ফুল, একজন বিষ খেলে আরেকজন কখনো মধু খেতে পারে না। রাকিব ৪০ লাখ টাকা দিয়ে কমিটি এনেছে বলে অডিও ফাঁস হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও নারী কেলেঙ্কারির অভিযোগ আছে। এখনও পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ বিষয়ে প্রশ্ন রাখেন তারা। লাগাতার বিদ্রোহীদের আন্দোলনে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা, তৌকির মাহফুজ মাসুদ, শিশির ইসলাম বাবু, ফয়সাল সিদ্দিকী আরাফাত, যুবায়েরসহ অন্যান্য নেতা কর্মীরা। এসময় উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান বলেন, উপাচার্য ইতোমধ্যে বিষয়টি আমলে নিয়ে কতৃপক্ষের সাথে কথা বলেছেন। কোনো ধরণের দুর্নীতি তিনি কোনভাবেই সহ্য করবেন না, এ বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: Rent Go X scooters
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: OligioX