সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় হঠাৎ করে ৭ জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছে।আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ক্লাস চলাকালীন সময় শ্রেণীকক্ষে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে ১০ শ্রেণীর ছাত্রী জুবাইদা আক্তার অজ্ঞান হয়ে পড়ে। তাকে অজ্ঞান হতে দেখে ৮ম ও ৯ নবম শ্রেণীর ছাত্রী একে একে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। মাদ্রাসার সহকারী শিক্ষক ও অন্যান্য ছাত্র-ছাত্রীরা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অজ্ঞান হওয়া ছাত্রীদের নাম – ১০ম শ্রেণীর ছাএী জুবাইদা আক্তার, নবম শ্রেণীর মিনা আক্তার, ৮ম শ্রেণীর তাসলিমা আক্তার,সাদিয়া জন্নাত, জোৎস্না আক্তার, শাহিন আক্তার এবং ৫ম শ্রেণীর আসমাউল হুসনা। এদিকে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন, ০১ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ। আলীকদম উপজেলার স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার শহিদুর রহমান বলেন এই রোগটি ম্যাস হিস্টিরিয়া রোগ হতে পারে বলে ধারণা করেন। এ ধরণের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। মানসিক ও আবহাওয়া পরিবর্তনের কারণে এই ধরণের রোগ হতে পারে বলে জানান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: พรมปูพื้นรถยนต์
Pingback: ร้านเค้กวันเกิดใกล้ฉัน
Pingback: กราฟีน