নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফাতিমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার ও শামস জেবিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার দুপুরে “মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর পাদদেশে বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্টস ফেডারেশন এর সাথে একাত্মতা পোষণ করে জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় প্রশাসনকে নিঃশর্ত ক্ষমা চাওয়া, শামস জেবিনসহ অন্য সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির বিচার দাবি, ঘটনায় জড়িত প্রশাসনের কর্তাব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা ও ক্যাম্পাসগুলোতে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ মানববন্ধন হয়।
এসময় বক্তারা বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ , ক্যাম্পাস সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় টুটি চেপে ধরার অধিকার কারো নেই। বশেমুরবিপ্রবির উপাচার্য খন্দকার নাসিরুদ্দিনের অপসারণের দাবি জানায় তারা।
রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য মোস্তাফিজ রাকিব এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ কবীর, দপ্তর সম্পাদক মুরতুজা হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম আদনান, তাসনিমুল হাসান, তৌফিক আলমসহ অন্যান্য সদস্য।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: Ulthera ราคา
Pingback: แบคดรอปผ้า
Pingback: บูธผ้า