প্রচ্ছদ / প্রচ্ছদ / পরিদর্শক ছাড়া, দরজা বন্ধ করে ১ দিনে ৩ পরীক্ষা

পরিদর্শক ছাড়া, দরজা বন্ধ করে ১ দিনে ৩ পরীক্ষা

এম এইচ কবীর, নিজস্ব প্রতিবেদকঃ

পরিদর্শক ছাড়া, দরজার স্টিকিনি বন্ধ করে, মোবাইল দিয়ে ব্যাপক নকল করে একদিনে তিনটি পরীক্ষা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের নবম ব্যাচের সান্ধ্যকালীন কোর্সের এক ছাত্র। প্রথম সেমিস্টারের ১০৫,১০৬ ও ১০৭ এ তিনটি কোর্সের পরীক্ষা তিনি তৃতীয় সেমিস্টারে এসে দিয়েছেন। উক্ত কোর্স সমূহের প্রশ্নপত্র সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃক প্রণীত হয়নি বলে জানা গেছে। ১৮ সেপ্টেম্বর বেলা ২ টা ৫৭ মিনিটে আইন বিভাগের স্টোর রুমে এ ঘটনা ঘটেছে বলে রেজিস্ট্রার সূত্রে জানা যায়। এ ঘটনায় আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটুকে বিধিবহির্ভূত ও পরীক্ষা শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় সান্ধ্যকালীনসহ সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। তিনি সংশ্লিষ্ট ইভিনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর ছিলেন। ১৯ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের সভাপতি ও ছাত্র উপদেষ্টা কর্তৃক উপাচার্য বরাবর পৃথক পৃথক লিখিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিধিবিধান না মেনে প্রথম সেমিস্টারের পরীক্ষা তৃতীয় সেমিস্টারে নেয়া, পরিদর্শক ব্যতীত একই দিনে ৯ ঘন্টায় পরীক্ষা নেয়া, নকল করার সুযোগ দিয়ে স্টোর রুমে পরীক্ষা নেয়া, প্রশ্নপত্র সংশ্লিষ্ট কোর্স শিক্ষক কর্তৃক প্রণয়ন না করা, মনোনীত পরিদর্শক কর্তৃক পরীক্ষা গ্রহণ না করে কর্মচারীর মাধ্যমে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র প্রদান করায় সাজ্জাদুর রহমান টিটুর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …