নিজস্ব প্রতিনিধিঃ-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করায় বিদ্রোহীদলের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাকিব বহিরাগত ঠিকাদার, সাবেক ছাত্রলীগের একজন সভাপতি, একজন সম্পাদক এবং কুষ্টিয়ার এক যুবলীগ নেতাকে সাথে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে জিয়া হল মোড়ে অবস্থান নেয়। রাকিবের আসার খবর পেয়ে প্রত্যেক হলে দেশীয় অস্ত্রসহ মুখে কাপড় বেঁধে সংগঠিত হয় বিদ্রোহীরা।
জানা যায়, শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদানকারী বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও সর্বোচ্চ সাজার দাবিতে আগামীকাল বিক্ষোভ মিছিল এর কর্মসূচি গ্রহণ করেছে শাখা ছাত্রলীগ। এ কর্মসূচি বাস্তবায়নে জন্য কর্মীদের নিয়ে প্রস্তুতির জন্য রাকিব জিয়া হল মোরে অবস্থান নেন।
একপর্যায়ে ফয়সাল সিদ্দিকী আরাফাত, জোবায়ের, অনিক, মাসুদ এর নেতৃত্বে বঙ্গবন্ধু হলের সামনে থেকে লাঠি, রড, হকিস্টিক, রাম দা নিয়ে মিছিল শুরু করে বিদ্রোহীরা। পরে প্রধান ফটক ও জিয়া মোরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিদ্রোহীদলের নেতাদের অভিযোগ, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুর্নীতি করে টাকার বিনিময়ে পদ পেয়েছে ও নিয়োগ বাণিজ্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দুর্নীতিবাজ সাধারণ সম্পাদক ক্যাম্পাসে থাকতে পারেনা। রাকিবকে প্রতিহত করার জন্যই তারা এ মিছিল করে।
এক পর্যায়ে বিদ্রোহীদলের নেতারা মিছিল নিয়ে প্রধান ফটকে যাওয়ার আগেই রাকিব ক্যাম্পাস থেকে প্রস্থান করে। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা সন্ত্রাসীদের মদদদাতা ও লালনকর্তা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল এর আয়োজন করেছে ইবি ছাত্রলীগ। এর প্রস্ততুতি নেয়ার জন্য ক্যাম্পাাসে গিয়েছিলাম। কর্মীদের সাথে কথা বলে চলে আসছি। পরে কি হয়েছে কিনা তা আমি জানিনা।
সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, যে ঘটনাটি ঘটেছে তা কখনো কাম্য নয়, একটি সভ্য জাতি হিসেবে এটা কোন দলের আদর্শ হতে পারেনা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
