আর এইচ রাজুঃ-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল পদুয়ারপাড় বর্ণমালা সামাজিক সংঘের আয়োজনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক জেএসসি পরিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো “বর্ণমালা মেধাবৃত্তি পরিক্ষা-২০১৯”
হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে সকাল ১১:৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নকল মুক্ত ও নিরিবিলি পরিবেশে বিরতিহীন ভাবে চলে এ মেধাবৃত্তি পরিক্ষা।
পরিক্ষা নিয়ন্ত্রক দায়েমছাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিমুল্লাহ (বিএসসি,বিএড) এর উপস্থিতিতে পরিক্ষা পরিদর্শনে আসেন সুহৃদ একে সাইন্স এণ্ড টেকনোলজি কলেজের উপাধ্যক্ষ ইকবাল বাহার মজুঃ, হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রাসেল, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক প্রধান শিক্ষক মাস্টার সিরাজ উদ-দৌলা, হেসাখাল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মাস্টার আব্দুল বাতেন, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, মূয়রা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
পরিক্ষা চলাকালীন সময়ে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি মোসলেহ উদ্দিন (নয়ন), সহ-সভাপতি রিপন মোল্লা, সাধারণ সম্পাদক জাবের মাহমুদ, পরিক্ষা কমিটির আহবায়ক মাষ্টার সালাহ উদ্দিন, খোকন, আমির হোসেন, নাছির উদ্দিন, দেলোয়ার, মির হোসেন, দুলাল, সাইফুল, জুয়েল, রাজু, রিয়াদ, রাশেদ, তুহিন, ইমরান প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অত্র সংঘের অন্যান্য নেতৃবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৯ মন্তব্য
Pingback: access here
Pingback: เหยี่ยวไล่นก
Pingback: y8
Pingback: ตรวจสอบสลิปโอนเงิน
Pingback: clothing manufacturer
Pingback: ปั้มไลค์
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: OligioX ที่ไหนดี?
Pingback: sp2s