নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার বিকেলে হৃদয়ের টানে অতীতের পানে ৯২ ব্যাচ কমিটি গঠন উপলক্ষে চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার হোটেল লা গন্ডোলায় কালারপোল হাজী মোহাম্মদ ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ সালের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে মাহবুবুল আলম জনির সভাপতিত্বে আহ্বায়ক কমিটি গঠন নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুহাম্মদ ইকবাল হোসেন কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির বাকিরা হলেন মাহবুবুল আলম জনি যুগ্ম আহ্বায়ক, এডভোকেট গিয়াস উদ্দীন পারভেজ যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ সোলায়মান সদস্য সচিব। সদস্য মামুনুর রশিদ, আবুল হাশেম, কাজী মুহাম্মদ মুছা, রফিক আহমদ রাজু, জহির উদ্দিন বাবর, মোহাম্মদ হুমায়ূন কবির, মোহাম্মদ নুরুল আকতার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিউল আলম, এম এ হাশেম, এম জাকের আহমদ, লেয়াকত আলী, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আবু তৈয়ব, জাহাঙ্গীর আলম খোকন, মোহাম্মদ শাহজাহান, সুলভ চৌধুরী বিশু প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
১০ মন্তব্য
Pingback: สต๊อกสินค้า
Pingback: Las Vegas SEO
Pingback: โบลเวอร์ kruger
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: ทำความรู้จัก bet365 ทางเข้า
Pingback: ufa118
Pingback: เทปใส
Pingback: VG98
Pingback: เน็ตบ้าน ais
Pingback: Bau1