সিএন নিউজ২৪.কম ।
অমর একুশে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে আমির ফয়সালের লিখা ‘রঙ বেরঙ’ কাব্য গ্রন্থ।এটিই তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। ইতোমধ্যে বই বিক্রির লভ্যাংশ পথ শিশুদের মাঝে বিতরণের ঘোষনা দিয়ে বন্ধু সমাজে আলোচনার পাত্র হয়ে উঠেন এ তরুন লেখক।
আমির ফয়সাল সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচ.এস.সি পরিক্ষায় উত্তীর্ণ হন এবং ভর্তি হন বুয়েটে।পড়ালেখার পাশাপাশি চালিয়ে যান সাহিত্য চর্চা।প্রথম প্রকাশিত বই নিয়ে তিনি আশাবাদী এবং উৎসাহিত। একান্ত আলাপচারিতায় এ সম্পর্কে তিনি বলেন, “রঙ-বেরঙ” আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। এই বইয়ের কবিতাগুলো কৈশোর বয়সের একজন মানুষের মনে সমাজ, রাষ্ট্র, ধর্ম, অনিয়ম, অসঙ্গতি, আদর্শ, বিশ্বাস দেশপ্রেম, ভালোবাসা-বিরহ, প্রকৃতিপ্রেম সম্পর্কে নানা ভাবনার উদয় ঘটাবে। আমাদের জীবন কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এই পর্যায়ক্রমিক পরিবর্তনশীল গতিময়তার কথা মাথায় রেখে আমার বই এর নাম করণ করেছি “রঙ-বেরঙ”। আমার কবিতার প্রতিটি লাইন মনের গহীনে যা উঁকি দেয় তা নিজের মত করে নিজের জন্যই লিখি। অন্যায়, জুলুম নির্যাতন,মিথ্যাচার,ভন্ডামির বিরুদ্ধে কলম ধরেছি বিদ্রোহের রঙ ছড়াতে। প্রেম-ভালোবাসা,নৈতিকতা, আদর্শের পক্ষে কলম ধরেছি সমাজকে নতুন রঙে রাঙাতে। আমি মনে করি কাব্য প্রতিভা একটি সহজাত, মানসিক ও প্রাকৃতিক বিষয়।কেউ চাইলেই রাতারাতি সার্থক কবি হয়ে উঠতে পারে না। মানুষের মনের আবেগ থেকে উচ্চারিত প্রতিটি শব্দই কবিতা। মানুষের হৃদয়ে লালিত প্রতিটি স্বপ্নই কবিতা।কবিতা হল মানুষের মনের ভাব প্রকাশের সবচেয়ে সুন্দর, মননশীল ও শৈল্পিক মাধ্যম। কবিতার মাধ্যমে যেখানে কয়েকটা লাইন দিয়ে মনের কথা বা ভাব প্রকাশ করা যায় সেখানে সাহিত্য-উপন্যাসে অসংখ্য লাইনের প্রয়োজন পড়ে। তাছাড়া কবিতা পড়া বা শোনা মাত্রই পাঠক-শ্রোতার মনে যে আবেগ জাগ্রত হয় তা অন্য কোন মাধ্যমে এত তাড়াতাড়ি সম্ভব হয়ে উঠে না। তবে একটি সার্থক কবিতার জন্য দরকার শৈল্পিক ছন্দ,অর্থপূর্ণ, শ্রুতিমধুর ও উন্নতমান সম্পন্ন ভাষার প্রয়োগ, বিষয় বস্তু ঠিক রেখে চরণের সাথে চরণের তালের মিল। আর প্রতিটি কবিতায় যেন সুগভীর তাৎপর্যময় বার্তা থাকে যা পাঠকের ঘুমন্ত মনকে জাগিয়ে তুলবে, বিশুদ্ধ চিন্তা-চেতনাকে বিকশিত করবে। তবেই তা প্রকৃতপক্ষে সার্থক কবিতা হবে।
তিনি আরো বলেন, সম্পাদনা অনেক কষ্টকর হলেও জীবনের প্রথম বই এই কথা ভাবলে এক নিমিষেই সকল কষ্ট ম্লান হয়ে যায়। আর আমার বই বিক্রির লাভের টাকাটা পাবে দেশের সুবিধা বঞ্চিত পথশিশুরা। আশা করি সবাই বইটি কিনবেন।
এবার একুশে বই মেলায় “কলম_প্রকাশনী” স্টল নং ২৫৭ তে পাওয়া যাবে এ তরুন লেখকের লিখা ‘রঙ-বেরঙ’ বইটি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: รับทำวีซ่า
Pingback: reborn art
Pingback: ปั้มไลค์
Pingback: bitcoin today