মোঃ আল নোমান, সিএন নিউজ২৪.কম :
কুমিল্লা নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুদ এর সভাপতিত্বে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ডাঃ ইসহাক মিয়া, মাষ্টার ওমর ফারুক লিটন, সহিদুল্লা চৌধুরী সহেল, ফারুক হোসেন মিয়াজী, আব্দুর রাজ্জাক জুলাশ, জালাল আহমেদ পাটোয়ারি, সেলিম মোল্লা, সাহজাহান সাজু, আরিফুর রহমান খোকন, মনির উদ্দিন শাবলু, আব্দুল মন্নান মেম্বার, আবু কালাম মেম্বার, খুরশিদ আলম, বদিউল আলম রাজু, বেলাল হোসেন, জালাল আহমেদ, কামাল আহমেদ, মেহেদি হাসান, হাবিবুর রহমান, আলাউদ্দিন সর্দার, জসিম উদ্দিন, পরহাদ হোসেন ভূঁইয়া
অনুষ্ঠান পরিচালনা করেন জোবায়ের হোসেন পাপ্পু।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

২ মন্তব্য
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: อะไหล่มอเตอร์