প্রচ্ছদ / বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাস / প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ দোয়া মাহফিলের আয়োজন করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার জুম্মার নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব। এছাড়াও দেশের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণার্থেও দোয়া করা হয়। দোয়া শেষে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা তৌকির মাহমুদ মাহফুজ, ফয়সাল সিদ্দিক আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এছাড়াও চেক করুন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জবি ছাত্রলীগকর্মীর ঈদ উপহার বিতরণ

জবি প্রতিনিধি: রাজধানীর মিরপুরে দরিদ্র-অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের …