আলীকদম(বান্দরবান) প্রতিনিধি.
বান্দরবানের আলীকদম উপজেলায় রেখামনি (১৮) নামে এক গূহবধূ আন্ত হত্যা করেছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৭ টায় আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপাড় পাড়া বাজার এলাকায় নিজ বাড়ী থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গৃহবধূ রেপাড় পাড়া বাজার এলাকার বাসিন্দার মোহাম্মদ হোসেন এর স্ত্রী বলে জানা যায়।
পরিবার ও স্হানীয় সূএে জানতে পারি, রেপাড়পাড়া বাজার এলাকায় স্বামী স্ত্রী দু জনে একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার সকালে প্বাশবর্তী এক মহিলার মুরগী কে লাঠি দিয়ে অাঘাত করে মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এঘটনার জের ধরে গৃহবধূ ঝগড়া করে ঘরে ডুকে দরজা বন্ধ করে দেন। পরে সারাদিন গৃহবধূ কে ঘর থেকে বের হতে না দেখে গৃহবধূর মাকে খবর দিলে তিনিসহ পাশ্ববর্তী বাসিন্দরা ঘরে প্রবেশ করলে গলায় ফাঁস দেওয়া অবস্তায় দেখে পুলিশ কে খবর দেন।
গলায় ফাঁস দেওয়া অবস্তায় লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে। আলীকদম সদর থানার (ওসি) কাজী রকিব উদ্দিন বলেন প্রাথমিক সুরহতাল শেষ হলে ময়নাতদন্তের জন্য লাশ টি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
