প্রচ্ছদ / প্রচ্ছদ / আবরারের হত্যাকারীদের ফাঁসি চায় ইবি শিক্ষার্থীরা

আবরারের হত্যাকারীদের ফাঁসি চায় ইবি শিক্ষার্থীরা

 নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে প্রতিবাদ সমাবেশে সমবেত হয়। প্রতিবাদ সমাবেশে হত্যাকারীদের ফাঁসির দাবী জানায় শিক্ষার্থীরা। এসময় শতশত শিক্ষার্থী প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবি কোন অপরাধী যেন ছাড় না পায়। সকলের বিচার যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হয়৷ সরকারের কাছে এসময় তারা আহবান জানান বিচার কার্যে যাতে প্রকৃত আসামীরা শাস্তি পায়। উল্লেখ্য , সোমবার ভোররাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদ নামে এক ছাত্রের লাশ উদ্ধার হয়। এরপরে আজ মঙ্গলবার সকালে তার গ্রামের বাড়ি কুমারখালীর কয়াতে তার দাফন সম্পন্ন হয়। তার পিতার নাম বারেকউল্লাহ এবং মাতা রাবেয়া খাতুন। আবরার দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৬ মন্তব্য