মুহিব্বুল্লাহ আল-হুসাইনী:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) মুগদা-মাণ্ডা গ্রীন মডেল টাউনের স্থায়ী ক্যাম্পাসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা আজ বুধবার দুপুর ১২ টায় এই কর্মসূচির আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এই মানববন্ধন হয়।
প্রোগ্রামের শুরুতে বিআইইউ কালচারাল ক্লাবের সদস্যরা আবরার হত্যার প্রতিবাদস্বরূপ মুক্তমঞ্চ নাটকের আয়োজন করেন এবং মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ক্যাম্পাসে হত্যাকাণ্ড, প্রশাসন জবাব চাই’, ‘আবরার হত্যার বিচার চাই, ভাইকে হত্যার বিচার চাই’, ‘ক্যাম্পাসে সন্ত্রাস রুখে দাঁড়াও ছাত্রসমাজ’ প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন।
এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা অনুষদের শিক্ষার্থী ও বিঅাইইউ ইসলামিক স্টাডিজ ক্লাবের সভাপতি মহিউদ্দিন ইসলাম, অাইন অনুষদের শিক্ষার্থী ফখরুল ইসলাম, ইংরেজী অনুষদের শিক্ষার্থী নেছার উদ্দিন নাহিদ, ইসলাম শিক্ষা অনুষদের শিক্ষার্থী মাহমুদা অাক্তার এবং ব্যবসায়ে শিক্ষা অনুষদের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাবের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম। মানবন্ধনটি সঞ্চালনা করে অাইন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

