নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংস হত্যার ঘটনায় শোক র্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের দলীয় টেন্ট হতে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে আবার টেন্টে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। শোক র্যালিতে ছাত্রলীগের কয়েক শতাধিক কর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য প্রদান করেন তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দিকী আরাফাত। বক্তারা আবরার হত্যাকারীদের কোন বিচারের দাবী তুলেনি। তবে বিভিন্ন গুজবের বিষয়ে সকল কর্মীদের সচেতন থাকার আহ্বান জানান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: Jammin Jars
Pingback: Best Thai Houston
Pingback: discover this info here
Pingback: Go X scooters
Pingback: ole777
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: bitcoin today