প্রচ্ছদ / প্রচ্ছদ / ময়মনসিংহের ফুলপুরে বাল্য বিবাহ বন্ধ করলো সেচ্ছাসেবী সংগঠন।

ময়মনসিংহের ফুলপুরে বাল্য বিবাহ বন্ধ করলো সেচ্ছাসেবী সংগঠন।

মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় বন্ধ হলো ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ । উপজেলার পারতলা গ্রামের মো: গিয়াস উদ্দিনের মেয়ে মোছা: সাবিনা আক্তার (১৩) স্থানীয় একটি মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণীর একজন মেধাবী ছাত্রী।

জানা যায়, গত বুধবার সকালে “ফুলপুর ক্লিন সোসাইটি” নামক সেচ্ছাসেবী সংগঠনকে এক ব্যক্তি পরিচয় প্রকাশ না করার শর্তে একটি বাল্য বিবাহের তথ্য জানায়। পরে উক্ত সংগঠনের সদস্যবৃন্দ সাবিনার বাড়িতে উপস্থিত হয় এবং সাবিনার পরিবারের কাছে তার বিবাহ সম্পর্কে জানতে চায়। তখন সাবিনার পরিবার এই বিষটিকে সম্পূর্ণ অস্বীকার করেন।

পরে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উক্ত সংগঠনের সদস্যরা সাবিনার পরিবারকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অভহিত করে। বাল্য বিবাহের কুফল সম্পর্কে জেনে সাবিনার পরিবার তাদের মেয়ের বাল্য বিবাহ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান এবং তারা তাদের ভুল স্বীকার করেন।
বাল্য বিবাহের কুফল বিবেচনা করে সাবিনার দাদা মো: নুরুল ইসলাম, পিতা মো: গিয়াস উদ্দিন এবং চাচা আব্দুল খালেক তাদের সিদ্ধান্ত পরিবর্তনে সম্মত হন।

পরে উক্ত সংগঠনের একটি লিখিত শপথ বাক্যে স্বাক্ষর প্রদানের মাধ্যমে মেয়ের বিবাহ বন্ধে এবং যেই পর্যন্ত মেয়ের বিয়ের বয়স না হয়, সেই পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না বলে সম্মতি জানায়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …