নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ড. সেলিনা নাসরিনকে অপসারণের দাবিতে রাতে আন্দোলন করছে আবাসিক ছাত্রীরা।
সোমবার (১৪ অক্টোবর) রাত ১০ টায় বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ছাত্রীরা হল গেইটের সামনে এ আন্দোলন করে।
আন্দোলনকারীদের অভিযোগ, হল প্রাধ্যক্ষের অসদাচরণ, ৮ লাখ টাকা ব্যয়ে প্রভোস্টের রুম নির্মাণ সেখানে ঢুকার অনুমতি নেই ছাত্রীদের, সিট বরাদ্দের অনিয়ম তথা একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্রীদের সিট দেয়া, মার্স্টাসে পড়ুয়া মেয়েদের ডাবলিং থাকা, ছাত্রলীগ নেত্রীদের দিয়ে হুমকি ও অবশেষে সিট কেটে দেয়ার হুমকির প্রতিবাদে তারা এ আন্দোলন করে।
এসময় ছাত্রীরা ‘স্বেচ্ছাচারী প্রভোস্টের পতন চাই, দায়িত্বে অবহেলা আর মানবো না’ ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে হলের সামনে অবস্থান নেয়।
আন্দোলনের একপর্যায়ে ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন উপস্থিত হয়ে ছাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। তবে তারা উপাচার্যের সাথে সরাসরি কথা বলার দাবী জানালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী তৎক্ষনাত উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, আলোচনায় আমরা ছাত্রীদের শান্ত করে বলেছি, প্রশাসন এমন কিছু করবেনা যা ছাত্রীদের দুঃখ পেতে হয়। এ বিষয়ে মঙ্গলবার কার্যদিবসে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, গত পহেল অক্টোবর আবাসিক ছাত্রীরা হল প্রাধ্যক্ষের অপসারণের দাবিতে উপাচার্য বরাবর দাবী জানিয়েছিল। এ ঘটনায় প্রাধ্যক্ষ ছাত্রীদের সিট কেটে দেয়ারও হুমকি দিয়েছিল বলে অভিযোগ তুলেছে ছাত্রীরা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: หนังใหม่ออนไลน์
Pingback: คลินิกปรับรูปหน้า นางลิ้นจี่
Pingback: Sweet Bonanza casino online
Pingback: ดูหนังออนไลน์ฟรี
Pingback: see this site