নিজস্ব প্রতিবেদকঃ-
দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের অন্তর্গত শেরপুর জেলা থেকে আগত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুন শিক্ষার্থীদের নিয়ে গঠিত “শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আজ ১৯ অক্টোবর (শনিবার ) উপদেষ্টামন্ডলী কর্তৃক আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এ কমিটির সভাপতি হিসাবে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইকোনোমিক্স বিভাগের শিক্ষার্থী মোঃহাদিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিসারিজ এন্ড মেরিন সাইন্স(ফিমস) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুদিপ্ত সিংহ রায় অন্তু।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃখাইরুল ইসলাম ,সন্দীপ সাহা,মেহেদী হাসান মৃদুল, মোঃরুবেল আহম্মেদ, মৌসুমী আক্তার।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোঃমিল্লাত হোসাইন,সায়মা সুলতানা শান্তা, মোস্তাফিজুর রহমান,মোঃইব্রাহিম।
এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম, আল কুরজান উল্লাস, তানভীর মাহতাব সিফাত,জাহিদুল ইসলাম স্মরণ, রাশেদ রহমান সোহান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আছেন অর্থ বিষয়ক সম্পাদক সোলাইমান কবির, মনিরুজ্জামান আকাশ। দপ্তর সম্পাদক হিসাবে ইমরান কবির,হুমায়ুন কবির বিদ্যুৎ।
প্রচার সম্পাদক মুশফিকুর রহমান অলিন ,আজিজুল ইসলাম লিথু, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল আমিন মিয়া,তৌহিদ তপন,
সবর্শেষ সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন তাহমিনা ইসলাম তামান্না, ইয়াসিন আহম্মেদ আলভি,আবু রায়হান রিয়াদ,মোঃমাহমুদুল হাসান রাহাত,মোঃফয়সাল আহম্মেদ। মোঃরিয়াদ, অমিত রাজ ও এনামুল হক।
নবনির্বাচিত কমিটির সেক্রেটারি এবং সভাপতি বলেন, আমরা এই কমিটির মাধ্যমে শেরপুর জেলা হতে আসা শিক্ষার্থীদের কে সুসংগঠিত করার মধ্যে দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের সেবামূলক কাজের পাশাপাশি গঠনমূলক কার্যক্রমের প্রসার বৃদ্ধি করে এলাকার সমৃদ্ধি ও সাফল্য ধারাবাহিকতা রক্ষা করব ইনশাআল্লাহ।
মাইনুদ্দিন পাঠান
নোবিপ্রবি প্রতিনিধি
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: ระบบขายของออนไลน์
Pingback: อาหารเสริม
Pingback: ดูหนังนักชกหมัดเหล็ก ฟรี เต็มเรื่อง
Pingback: รีวิวโรงงานจีน
Pingback: Peaky Casino bonuses
Pingback: ddiyala