সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান শহর আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ শনিবার দুপুরে বান্দরবান শহরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল নিয়ে জড়ো হয় বান্দরবান রাজার মাঠের সমাবেশস্থলে।
পরে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অতিথিরা মিলে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করে।
এরপরপই সমাবেশস্থলে শুরু হয় আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো:শফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:আব্দুর রহিম চৌধুরী,অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী আর এতে সভাপতিত্ব করেছেন বান্দরবান শহর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ।সম্মেলনে সঞ্চালনা করেন বান্দরবান শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুর ইসলাম।
এদিকে দীর্ঘদিন পরে বান্দরবান শহর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় আনন্দ আর উদ্দিপনা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

১০ মন্তব্য
Pingback: website
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: fortune rabbit
Pingback: Sylfirm ราคา
Pingback: ครูเกอร์
Pingback: go to the website
Pingback: sp2s
Pingback: zeus x mesh
Pingback: BETFLIX
Pingback: elephant sanctuary chiang mai