সিএন নিউজ নিজস্ব প্রতিবেদক:
সামাজিক এবং মানবিক শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করা জনপ্রিয় সামাজিক সংগঠন নাঙ্গলকোটের হেসাখাল পদুয়ারপাড় বর্ণমালা সামাজিক সংঘের আয়োজনে বর্ণমালা মেধাবৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
বুধবার বিকাল ৪টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়েমছাতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের (আবু)
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুহৃদ একে কলেজের উপাধ্যক্ষ ইকবাল বাহার মজুঃ, ময়ূরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার তাজুল ইসলাম, দায়েমছাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিমুল্লাহ বিএসসি (বিএড), দায়েমছাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ পাটোয়ারী, হেসাখাল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মাষ্টার আব্দুল বাতেন, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, এমরান হোসেন, সিএন নিউজ২৪.কমের সম্পাদক মোঃ রবিউল হোসাইন রাজু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি মোসলেহ উদ্দিন নয়ন, সহ-সভাপতি মাষ্টার সালা উদ্দিন, সৈকত খাঁন, রবিউল হোসেন, সাধারণ সম্পাদক জাবের মাহমুদ, কোষাধ্যক্ষ মাইন উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন, সহ-আন্তর্জাতিক সম্পাদক নাছির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক রাশেদ, রিয়াদ, তুহিন, ইমরান প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: Labubu accessories
Pingback: Cbd vape pen uk
Pingback: 1xbet apk
Pingback: pinco скачать на телефон
Pingback: รับงานเอง
Pingback: Go X scooter investment
Pingback: หนังโป๊