সিএন নিউজ ডেস্ক:
কুমিল্লার নাঙ্গলকোট থানার নতুন অফিসার ইনর্চাজ (ওসি) হিসেবে মো. মামুন অর রশিদ যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি নাঙ্গলকোট থানার পরিদর্শক তদন্ত আশরাফুল ইসলাম থেকে দায়িত্ববার গ্রহণ করেন।
নবাগত ওসি মো. মামুন অর রশিদ ফরিদপুর জেলার ডামুড্যা উপজেলার বাগেমদিনা গ্রামের হাজী সোলতান আহাম্মদের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।
১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনিতে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি ভোলা, ঢাকা, ডিএমপি, রাজবাড়ী, মুন্সীগঞ্জ, কুমিল্লার সদর দক্ষিণ থানায় চাকুরি করেন। নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল ইসলাম, এসআই শেখ ফরিদ, এসআই শফিকুল ইসলাম, এএসআই আব্দুর রহিম, এএসআই নুরুল আমিন, এএসআই সফিক, সাংবাদিক শরীফ আহমেদ মজুমদার, দুলাল মিয়া ও রেজাউল করিম রাজু প্রমুখ ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: view post
Pingback: Magic Mushrooms for Sale in Oregon USA
Pingback: rent Go X Scooters
Pingback: รับผลิตของพรีเมี่ยม
Pingback: 123bet เข้าสู่ระบบ
Pingback: โรงแรมแมว นนทบุรี
Pingback: 煙彈