নিজস্ব প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট মাহফুজুর রহমানের দায়েরকৃত মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছে আলীকদম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হিল্লোল দত্ত। বৃহস্পতিবার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সাংবাদিক হিল্লোল দত্ত প্রদর্শিত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের তথ্য প্রমান উপস্থাপন করলে বিজ্ঞ আদালত সন্তোষ প্রকাশ করে তাকে জামিনে মুক্তি দেন।
ঘষামাজা করা গত ২১ তারিখ দেখিয়ে বেলা ১২ টায় সাজানো ঘটনার উপর ভিত্তি করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মোঃ মাহফুজুর রহমান পরিকল্পিতভাবে হিল্লোল দত্তের বিরুদ্ধে আলীকদম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে গত ২৩ অক্টোবর আলীকদম থানা মামলাটি নথিভূক্ত করেন। আলীকদম থানার মামলা নং- ২, তারিখ- ২৩/১০/২০১৯ খ্রি:। হিল্লোল দত্ত ২৪ তারিখ আদালতে হাজির হয়ে বিজ্ঞ আইনজীবির সহায়তায় জামিন আবেদন করলে আদালত তাকে জামিনে মুক্তি দেন।
আলীকদম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হিল্লোল দত্ত জানান, আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের অনেক ডকুমেন্ট আমার হাতে রয়েছে। এছাড়াও আমি ইতিপূর্বে হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা দায়ের করে। আমি সম্পূর্ণ নির্দোষ, শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আদালত আমার জামিন মঞ্জুর করেছে। আমার বিশ্বাস আমি এই মামলা থেকে মুক্তি পাবো।
হিল্লোল দত্তের নিযুক্ত আইনজীবি মোঃ আলমগীর জানান, হিল্লোল দত্ত হাসপাতালের যেসব অপকর্মের তথ্য সংগ্রহ করেছে এবং তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন তাতে বিজ্ঞ আদালত সন্তোষ প্রকাশ করে তাকে জামিন দিয়েছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: ยาสัตว์
Pingback: купить женское белье
Pingback: เน็ตบ้าน ais
Pingback: cat888