সিএন নিউজ ডেস্ক রিপোর্টঃ
আজ বিকাল পাচ টায় মিরপুর এগারো সরকারি আব্দুল মান্নান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ ঢাকা মহানগর উত্তর এক কর্মী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন। ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক জনাব মসিউর রহনানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ, ধর্ম বিষয়ক উপ কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা জনাব জাহিদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক জনাব সাজেদুর আবেদিন শান্ত। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জনাব সোহেল রানা, বাংলাদেশ ইঞ্জিনিয়ার আওয়ামী পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম সুলতান কিরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব আতিকুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর এর যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর এর সদস্য শরিফুল ইসলাম,জনি,রুবেল লীটন, আলম সরকার সহ অর্ধশত নেতা কর্মী।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: ยางยอย
Pingback: Bonus slot Winnita senza deposito
Pingback: ปริ้นสติกเกอร์
Pingback: Villa for sale in phuket
Pingback: เว็บตรง บาคาร่า
Pingback: จำนำรถ
Pingback: Olimp Casino KZ