প্রচ্ছদ / প্রচ্ছদ / ময়মনসিংহ ফুলপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুলপুর ব্লাড ডোনার্স’র ৩য় বর্ষে পদার্পণ

ময়মনসিংহ ফুলপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুলপুর ব্লাড ডোনার্স’র ৩য় বর্ষে পদার্পণ

মিজানুর রহমান সুজন,সিএন নিউজ ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ফুলপুর ব্লাড ডোনার্স” এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ২য় বার্ষিকী উৎযাপন অনুষ্ঠানের প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ২৬শে অক্টোবর, শনিবার সন্ধ্যায় ‘ফুড ভেলী’ রেস্টুরেন্টে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং ১লা নভেম্বর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন প্রস্তুতি মূলক আলোচনা করা হয়।

উল্লেখ্য ফুলপুর উপজেলার এই সংগঠনটি ২০১৭ সালের, ২৬ অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে।

মফস্বল এলাকায় রক্তদান সম্পর্কে সচেতনতা এবং রক্তদাতা তৈরি করার প্রত্যয় নিয়েই শুরু হয় পথ চলা। সাধারণ মানুষকে রক্ত দানে উদ্ভুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এই সংগঠন।

গত দুই বছরে সংগঠনের নিজস্ব খরচে, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় পাঁচ হাজারেরও বেশি এবং মুমূর্ষু রোগীর জন্য রক্ত সরবরাহ করা হয় প্রায় এক হাজার ব্যাগ।

যেখানে এক লিটার পানি কিনতে লাগে ২০ টাকা! সেখানে ছোট একটা উপজেলা শহরে মাত্র দুই বছরে সম্পূর্ণ বিনামূল্যে এক হাজার ব্যাগ রক্ত সরবরাহ করা সত্যিই অভাবনীয়।
আর এই অসম্ভবকে সম্ভব করতে, পাড় হতে হয়েছে নানান বাধা-বিপত্তি। সংগঠনের প্রতিটা সদস্যদের কষ্ট আর শ্রমের বিনিময়ে আজকের এই অবস্থান। দিনশেষে এর সদস্যরা আনন্দ ভরা মন আর লোকানো হাসি নিয়ে ঘুমাতে যায় এই ভেবে, তাদের চেষ্টায় অন্তত একজনের মৃত্যুকে বিলম্বিত করা গেছে।

“স্বেচ্ছায় করবো রক্তদান, ফুটবে হাসি, বাঁচবে প্রাণ।” এই মহান বাক্য বুকে ধারণ করেই এগিয়ে চলা ”ফুলপুর ব্লাড ডোনার্স’র”। ফুলপুরের মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবে এই সংগঠন ও সংগঠনের সদস্যরা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …