নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার সুনিশ্চিত করা, শিক্ষাঙ্গনে র্যাগিং বন্ধকরা সহ আট দফা দাবীতে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।
মঙ্গলবার দুপুরে শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ এর নেতৃত্বে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটি কতৃক নির্দেশিত ও মুদ্রিত লিফলেট বিতরণ করে।
অন্যান্য দাবীগুলো হলো, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আবাসন ব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, শিক্ষা খাতে জাতীয় বাজেটের আটভাগ বরাদ্দ দেয়া, শিক্ষাঙ্গনে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, টেন্ডার ভেঙ্গে দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা, ছাত্র কল্যাণ ফান্ড প্রকাশ করতঃ ভর্তির অতিরিক্ত ফি কমানো, ছাত্র রাজনীতি বন্ধ না করে ছাত্র সংসদ সচল রাখার লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থা চালু করা।
এছাড়া শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরেয়ে আনাসহ মৌলবাদী সাম্প্রদায়িক জামাত-শিবিরের উত্থান প্রতিহত করা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানায় ছাত্র মৈত্রীর নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, শামিমুল ইসলাম সুমন, আখতার হোসেন আজাদসহ অন্যান্য নেতা কর্মীরা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: สล็อตเกาหลี
Pingback: สินค้ากิฟฟารีนทั้งหมด
Pingback: OligioX ทำที่ไหนดี
Pingback: เว็บพนันออนไลน์เกาหลี