নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি ) ভর্তি পরীক্ষা উপলক্ষে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ নোবিপ্রবি শাখা কর্তৃক খাদ্যে ভেজাল এবং অতিরিক্ত দাম নিয়ন্ত্রণের জন্য এক জরুরি সভার অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় সিওয়াইবি নোবিপ্রবি শাখার সভাপতি মাইনুদ্দিন পাঠানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কেন্টিন ও দোকান মালিকদের নিয়ে খাবার স্বাস্থ্যসম্মত ও মূল্য নিয়ন্ত্রণে জরুরি সভার আয়োজন করা হয়েছে এবং আগামী দুই দিন ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে কোন দোকানদার যেন খাবারের দাম বেশী না রাখে ও মান যেন ঠিক রাখে সে ব্যাপারে অবহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ ওয়ালিউর রহমান আকন্দ, মোহাম্মাদ আল-আমীন এবং মোঃ মাজনুর রহমান।
সহকারী প্রক্টর ওয়ালিউর রহমান বলেন, আগামী ভর্তি পরীক্ষা উপলক্ষে কোনো দোকানদার যাতে দাম বাড়িয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানি করতে না পারে সে জন্য সতর্ক করা এবং সচেতন করার পর যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে প্রশাসন থেকে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের সাথে সাক্ষাৎকালে তিনি দোকান মালিকদের সচেতন হওয়া এবং আগামী কয়েকদিনের মধ্যে মূল্য তালিকা দেওয়ার নির্দেশ দেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: สิว
Pingback: Go X official
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: ปั้มไลค์
Pingback: Tax Negotiation phuket