রবিউল হোসাইন রাজুঃ-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দায়েমছাতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার আরিফুর ইসলাম (বিএসসি) ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দায়েমছাতী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সুহৃদ একে কলেজের উপাধ্যক্ষ ইকবাল বাহার মজুঃ, দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার কলিমুল্লা বিএসসি বিএড, সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মাহবুবল হক, হেসাখাল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, দায়েমছাতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার আব্দুল মান্নান, মাষ্টার আব্দুল করিম, মাষ্টার কামরুজ্জামান বাবুল, মাষ্টার আমির হোসেন, মাষ্টার সালাহ উদ্দিন, মাষ্টার ইয়াকুব আলী। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন দায়েমছাতী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাঃ হেদায়েত উল্লাহ্।
এছাড়াও উপস্থিত ছিলেন দায়েমছাতী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক জাবের মাহমুদ, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম দুলাল, সদস্য নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, রাসেল মজুমদার, রিয়াজ মজুঃ, মাকসুদ আলম, শাওন, জব্বার, ইলিয়াস প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: checkslip
Pingback: คาสิโนAUTO ที่ LSM99
Pingback: เว็บแทงหวย Hit789 เล่นหวยออนไลน์
Pingback: จำนำรถกรุงเทพ
Pingback: เน็ตบ้าน ais
Pingback: ddiyyala