
নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নৃত্য নাট্য ‘আমি স্বাধীনতা’ মঞ্চায়িত হয়েছে। কলকাতা থেকে আগত নৃত্য প্রশিক্ষক সোমা গিরির নির্দেশনায় শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি মঞ্চায়িত হয়েছে।
২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টিসসিসিতে নৃত্য প্রশিক্ষণ দেন কলকাতা থেকে আগত নৃত্য প্রশিক্ষক সোমা গিরি। ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজনে এটিই বিশ্ববিদ্যালয়ে প্রথম নৃত্য প্রশিক্ষণ কর্মশালা বলে দাবি করছে কর্তৃপক্ষ।
পাঁচ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে কর্মশালার আহ্বায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ ও সোমা গিরি। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: เว็บสล็อตออนไลน์ Lazywin888
Pingback: jav
Pingback: ฝึกอบรมพนักงานสำหรับองค์กร